অমর একুশে গ্রন্থমেলা

শুরুতে ক্যাটালগেই আগ্রহ বইপ্রেমীদের

বই মেলায় ক্যাটালগ দেখছেন পাঠকেরা। ছবি: প্রবীর দাশ

মেলা জমে ওঠেনি এখনো। প্রবেশপথে নেই লম্বা লাইন। বাংলা একাডেমি কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলা প্রাঙ্গণে যারা আসছেন, তাদেরও আগ্রহ এখন কেবল ক্যাটালগ সংগ্রহের দিকেই।

শুরুতে সংগ্রহে রাখছেন নতুন বইয়ের তালিকা। যাচাই-বাছাই করে পরে কেনা শুরু করবেন।

পাঠক-ক্রেতার মনোভাব বুঝে মেলায় নতুন বইয়ের পসরা সাজিয়ে বসা প্রকাশকদেরও ক্যাটালগ বিতরণে কার্পণ্য নেই। কেননা তারা জানেন, বই ভালো লাগলে লোকে কিনবেই। আজ অথবা কাল।

বইমেলা ঘুরে ক্যাটালগ সংগ্রহ করছিলেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাবিয়ান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “সবে মেলা শুরু হওয়ায় এখনো কোনো বই কেনা হয়নি। প্রতিবারই শুরুতে ক্যাটালগ সংগ্রহ করি, পরে এই তালিকা থেকে বুঝে-শুনে বই কিনি।”

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এ বছর একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৫৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল দিয়েছে। এ সংখ্যা প্রতিবছরই বাড়ছে, বাড়ছে নতুন বইয়ের সংখ্যাও। বইমেলা সূত্র বলছে, ২০১৪ সালে নতুন বইয়ের সংখ্যা ছিল ২৯৫৯ টি, যা গত বছরে বেড়ে দাঁড়িয়েছে ৪২৮৪ টিতে। এ বছর এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন আয়োজকেরা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ”বাংলা একাডেমি এবার মোট ৪১টি নতুন বই ছেপেছে, ৬৩টি পুরনো বইয়ের নতুন সংস্করণ বের করেছে।"

নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আছে ২৫টি বই। যেগুলোর মধ্যে আছে, ড. হারুন-উর-রশীদের লেখা ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কী ও কেন?’, সৈয়দ শামসুল হকের ‘Balled of our Hero, Bangabandhu’, দিব্যদ্যুতি সরকারের ‘বঙ্গবন্ধুর কারাজীবন’ এবং জাতির জনকের নিজের লেখা ‘কারাগারের রোজনামচা’র পুনর্মুদ্রণ।

বাংলা একাডেমি প্রাঙ্গণে গবেষণা সংস্থা-সিআরআই এর স্টলে পাওয়া যাচ্ছে গ্রাফিক উপন্যাস ‘মুজিব’ এর সপ্তম সংস্করণ।

প্রথমা প্রকাশনী এবার মেলায় ১০০টি নতুন বই এনেছে। এগুলোর মধ্যে নুরুল ইসলামের ‘India-Pakistan-Bangladesh: A primer on political History’, আনিসুল হকের ‘একুশের শহীদ’ এবং শহীদুল্লাহ কায়সারের ‘সারেং বউ’ এর ইংরেজি অনুবাদ ‘A seaman’s wife’ উল্লেখযোগ্য।

বইমেলায় উপহার হিসেবে বই দেয়ার রীতি নতুন নয়। আগামী প্রকাশনীর সামনে ছোট্ট ভীড় ঠেলে কথা হলো একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঙ্গে। জানালেন, ‘Bangabandhu: The Luminous Ascetic of Midnight’ বইটি কিনে তার বন্ধুকে উপহার দিয়েছেন।

আগামী প্রকাশনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এবারের বইমেলায় নতুন ও পুনর্মুদিত নিয়ে এ বছর ১৬৩ টি বই আনছে।

মেলার জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, আজ মেলায় নতুন বই এসেছে ৩৭ টি।

হয়তো দিনকয়েক পরেই ক্যাটালগ সরিয়ে পাঠকের হাতে শোভা পাবে নতুন বই। প্রাণ পাবে মেলা।

 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago