করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২৭

Corona
করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষায় মাস্ক পরে বেইজিংয়ের একটি রেলস্টেশনে দুই পর্যটক। ছবি: এএফপি

চীনের করোনাভাইরাসের সংক্রমণ ইতোমধ্যে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে।

চীনের সরকারি হিসাবে, দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪২৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীন ছাড়া আরও ২৫টিরও বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া, চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বিশ্বব্যাপী স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন তৈরিতে কাজ করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

চীনের বাইরে দুইজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরেও এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক। তিনি ভাইরাসের সংক্রমণস্থল উহান শহরের বাস করতেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরজন মারা গেছেন হংকংয়ের একটি হাসপাতালে।

আগামী ২০ মাসের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট ফাউন্ডেশন।

চীনে চলমান পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের অনেক দেশ। এছাড়া, অনেক দেশই নিজেদের নাগরিকদের চীন, বিশেষ করে ভাইরাসের সংক্রমণস্থল উহান থেকে ফিরিয়ে এনেছে।

সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশসহ অনেক দেশই তাদের বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করেছে।

ভারতে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা দেশটির দক্ষিণের রাজ্য কেরালায় চিকিৎসাধীন। তারা তিনজনই উহান থেকে এসেছেন।

Comments

The Daily Star  | English

Gaza rescuers say Israeli forces kill 60, half near aid centres

Civil defence spokesman Mahmud Bassal told AFP that five people were killed while waiting for aid in the southern Gaza Strip and 26 others near a central area known as the Netzarim corridor, an Israeli-controlled strip of land that bisects the Palestinian territory

17m ago