বুকে গুলি করে পুলিশ কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা
সিলেটের বিশ্বনাথ থানা ব্যারাকে তপু দেবনাথ (২০) নামে এক কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তপুর বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তার বাবার নাম তমাল দেবনাথ। সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা যতদূর জানতে পেরেছি, এটি ছিল আত্মহত্যার চেষ্টা। তবে আমরা কারণ জানতে পারিনি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় আমাদের কাছে একজন পুলিশ কনস্টেবলকে আনা হয়েছিল। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছি।”
Comments