ইয়াবা চোরাচালান: মিয়ানমারে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার
মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবা আনতে দেশ থেকে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে।
গতকাল কক্সবাজারের টেকনাফে ২১ ইয়াবা ও হুন্ডি ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠানে একথা জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক।
বক্তৃতায় তিনি আরো বলেন, যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তারা দেশের শত্রু। যাদের সামান্যতম দেশপ্রেম আছে, তারা কোনোদিন ইয়ারা কারবারিদের আশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
টেকনাফের সরকারি কলেজ মাঠে গতকাল আত্মসমর্পণ অনুষ্ঠানে ২১ হাজার ইয়াবা ও স্থানীয়ভাবে তৈরি ১০টি আগ্নেয়াস্ত্রও জমা দেন ইয়াবা কারবারিরা।
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, আত্মসমর্পণের পর তাদের নামে মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে।
গত বছর ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের উপস্থিতিতে ১০২ ইয়াবা ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
Comments