আগেই ব্যাটিং অর্ডার জানিয়ে দেওয়ার সংস্কৃতি চান মিঠুন
বিশ্বক্রিকেটে ব্যাপারটা হরহামেশা ঘটলেও বাংলাদেশে একদমই নতুন। রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে কারা থাকছেন, এমনকি কারা কোথায় ব্যাট করছেন, তা আগের দিন সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের অবশ্য ব্যাটিং অর্ডার তিনি জানিয়ে দিয়েছিলেন আরও অনেক আগেই। একে ইতিবাচকভাবেই দেখছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আগেই ব্যাটিং অর্ডার জানিয়ে দেওয়াকে সংস্কৃতি হিসেবেও দেখতে চান তিনি।
বাংলাদেশ দলের একাদশ কেমন হবে, এ নিয়ে লুকোচুরির অভাব থাকে না সাধারণত। ম্যাচের আগের দিনও ক্রিকেটাররা জানতে পারেন না যে পরদিন কত নম্বরে তিনি ব্যাট করবেন। এবার সে ধারায় পরিবর্তন আনলেন কোচ ডমিঙ্গো। পাকিস্তানের মাটিতে আসন্ন টেস্টের ব্যাটিং অর্ডার বলে দিলেন আগেভাগে। আর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড়রা। দ্বিতীয় ধাপের সফরে একটি টেস্ট খেলতে পাকিস্তানে রওয়ানা হওয়ার আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মিঠুন জানালেন নিজের অভিব্যক্তি, ‘এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কারণ আগে থেকে জানা থাকলে, নিজে থেকেও কিছুটা গোছানো যায়। এটার ধারাবাহিকতা ধরে রাখা উচিৎ।’
আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোচ দিয়েছেন রাওয়ালপিন্ডিতে দলের মিডল অর্ডার সাজানোর ধারণা, ‘এই মুহূর্তে মুমিনুল (হক) চার নম্বরের জন্য পাকা। (নাজমুল হোসেন) শান্ত সম্ভবত তিনে ব্যাট করবে। তামিম ইকবালের সঙ্গে ওপেন করবে সাইফ হাসান। (মোহাম্মদ) মিঠুন আর (মাহমুদউল্লাহ) রিয়াদ যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করবে। লিটন (দাস) সম্ভবত সাতে নামবে।’
সাদা পোশাকে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই সিরিজে নেই। সাকিব আল হাসান নিষেধাজ্ঞায়। তাদের অভাব পূরণ করা বেশ কঠিন হলেও সম্মিলিত চেষ্টায় ভালো ফল আসতে পারে, বললেন মিঠুন, ‘অবশ্যই, মুশফিক ভাই, সাকিব ভাই- তাদের যে অভিজ্ঞতা বা তাদের সবশেষ ৫-৭ বছরের যে পারফরম্যান্স... তাদের মতো খেলোয়াড়ের না থাকাটা... আমাদের মতো একটা দলকে মিস করতেই হয় সবসময়। তাদের ঘাটতি পূরণ করাও কঠিন। তারপরও আমরা যারা আছি, যদি সেরাটা দিতে পারি, হয়তোবা ভালো কিছু হবে।’
দলের সেরা তারকাদের অনুপস্থিতি মিঠুনের মতো তরুণ ব্যাটসম্যানের জন্য বাড়তি সুযোগও বটে। তার কণ্ঠেও একই সুর ঝরল, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য সুযোগও বটে। চেষ্টা করব ভালো কিছু করতে।’
Comments