এবার নিজেকে ‘খুব তৈরি’ মনে হচ্ছে সাইফের
ভারত সফরে কলকাতা টেস্টেই সাইফ হাসানের টেস্ট অভিষেক হওয়ার জোর সম্ভাবনা ছিল। কিন্তু বিপত্তি ঘটায় আঙুলের চোট। এবার পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হওয়াটা কেবল সম্ভাবনা নয়, অনেকটাই নিশ্চিত। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছেন, তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করবেন সাইফই। ভারতে অভিষেক হতে হতেও হয়নি, মাস দুয়েক পর পাকিস্তানে তা হতে যাওয়ায় ইতিবাচক দিকই খুঁজে পাচ্ছেন তরুণ এই ব্যাটসম্যান।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই সাইফ হাসানের মাঝে মিলছিল দীর্ঘ পরিসরের পরিপূর্ণ ব্যাটসম্যানের ছায়া। নানান ধাপ পেরিয়ে গত নভেম্বরে ভারত সফরেই টেস্ট দলে আসেন তিনি। কিন্তু চোটের কারণে সে সিরিজে খেলা হয়নি।
মাঝের সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে মানসিকভাবে আরও প্রস্তুতি নিতে পেরেছেন সাইফ, কাজ করেছেন ব্যাটিং কোচের সঙ্গে। তাতে তার না-কি নিজেকে এখন ‘আরও বেশি তৈরি’ মনে হচ্ছে, ‘আগে থেকেই প্রস্তুত ছিলাম, দুর্ভাগ্যজনকভাবে শেষ সিরিজে হাত ফেটে গিয়েছিল। এখন আরও বেশি সময় পেয়েছি, কাজ করেছি, (ব্যাটিং কোচ নিল) ম্যাকেঞ্জির সঙ্গে, (ফিল্ডিং কোচ রায়ান) কুকের সঙ্গে। সবমিলিয়ে খুব তৈরি মনে হচ্ছে, সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব।’
মূলত লম্বা সময় ব্যাট করার টেম্পারমেন্টের জন্য সুনাম আছে সাইফের। এবার বিসিএলে পূর্বাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে এক ইনিংসে ২১৪ বলে করেন ৫৮ রান। কঠিন উইকেটে প্রায় ৫ ঘন্টা টিকে করেন ফিফটি। টেস্টেও পরিস্থিতি দাবি করলে, তেমনভাবেই খেলার প্রস্তুতি তরুণ উদ্বোধনী ব্যাটসম্যানের, ‘পরিস্থিতি যা দাবি করবে (সেভাবে খেলব)। যদি দল চায় একপাশে উইকেট পড়ে থাকতে, আমি যত ওভার পারি, খেলব পরিস্থিতি আর উইকেটের ওপর নির্ভর করে।’
Comments