পাকিস্তানকে তুড়ি মেরে উড়িয়ে ফাইনালে ভারত

সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগীদের তোপে পাকিস্তানকে দুশোও করতে দিল না ভারত। পরে রান তাড়ায় দুই ওপেনার মিলেই সেরে ফেললেন কাজ। সিনিয়রদের মতো ভারত-পাকিস্তানের যুব বিশ্বকাপ ম্যাচ থাকল কেবল কাগুজে উত্তাপে সীমাবদ্ধ। পাকিস্তানকে একেবারে উড়িয়েই ফাইনালে উঠে গেল ভারতের যুবারা।
India u-19

সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগীদের তোপে পাকিস্তানকে দুশোও করতে দিল না ভারত। পরে রান তাড়ায় দুই ওপেনার মিলেই সেরে ফেললেন কাজ। সিনিয়রদের মতো ভারত-পাকিস্তানের যুব বিশ্বকাপ ম্যাচ থাকল কেবল কাগুজে উত্তাপে সীমাবদ্ধ। পাকিস্তানকে একেবারে উড়িয়েই ফাইনালে উঠে গেল ভারতের যুবারা।

পচেফস্ট্রুমে পাকিস্তানের করা ১৭২ রান ভারত কোন উইকেট না হারিয়েই টপকে গেছে। ১০ উইকেটের জয়ে ভারত উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে।

১৭৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমা ভারতের দুই ওপেনারের উপর ছিল না তেমন কোন চাপ। পাকিস্তানের বোলাররাও তৈরি করতে পারেননি সামান্যতম সম্ভাবনা। বিন্দুমাত্র টলাতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানদের। যশবি জয়সাল আর দিব্বান সাক্সেনা অনায়াসে আনতে থাকেন রান। ১১৩ বলে ৮ চার ৪ ছক্কায় জয়সাল অপরজিত থাকেন ১০৫ রানে। ৯৯ বলে ৬ চারে সাক্সেনা করেন ৫৯ রান।

অথচ ফাইনালে উঠার ম্যাচ টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। কিন্তু ওপেনার হায়দার আলি আর অধিনায়ক রোহাইল নাজির ছাড়া কেউ সুবিধা করতে পারেননি। হায়দার ৫৬ আর রোহাইলের ব্যাট থেকে আসে ৬২ রান। এই দুজন ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল একজনই। ছুয়ে নামা মোহাম্মদ হারিস করেন ১৫ বলে ২১ রান।

পাকিস্তানিদের ধসিয়ে ভারতের পেসার সুশান্ত মিশ্র নেন ২৮ রানে ৩ উইকেট। কার্তিক তেয়াগী পান ৩২ রানে ২ উইকেট। লেগ স্পিনার রবি বিস্নয়ের ঘূর্ণি থেকে আসে ৪৬ রানে ২ উইকেট।

৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-নিউজিল্যান্ডের জয়ী দলের সঙ্গে ৯ ফেব্রুয়ারি  যুব বিশ্বকাপের ফাইনালে নামবে ভারত। 

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago