সংসদ সদস্য হতে আগ্রহী শাবানার স্বামী ওয়াহিদ
যশোর-৬ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী চলচ্চিত্র অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদিক।
আজ (মঙ্গলবার) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এক সভায় এ আগ্রহের কথা জানান ওয়াহিদ।
সভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল হালিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
ওয়াহিদ সাদিক বলেন, “কেশবপুর আমার জন্মস্থান। জন্মস্থানের উন্নয়নে সবসময় কাজ করার তাগিদ বোধ করি। আপনারা সমর্থন দিলে মনোনয়ন পেতে গণসংযোগ শুরু করব।”
সভায় শাবানা বলেন, “আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় প্রার্থী হওয়ার ব্যাপারে বলেছেন। কেশবপুর আমার শ্বশুরবাড়ি। এখান থেকে প্রার্থী হলে আমার স্বামীই হবেন। আমি তার জন্য আপনাদের সমর্থন চাইছি।”
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Comments