নিউজিল্যান্ডে আকস্মিক বন্যায় জরুরি অবস্থা
আকস্মিক বন্যায় নিউজিল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা পর্যটন স্পট মিলফোর্ড সাউন্ডে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের হাজারো মানুষকে ঘর ছাড়তে হয়েছে।
আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৬০ ঘণ্টায় সেখানে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ভূমি ধসের আশঙ্কা দেখা দেওয়ায় ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার।
ইতোমধ্যে গোর ও মাতৌরার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উইন্ডহ্যামবাসীদেরও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সাউথল্যান্ডের (ইএমএস) মুখপাত্র বলেছেন, “পুরো অঞ্চলের ছয় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অনেককে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। যারা এখনও আশ্রয়কেন্দ্রে আসেননি, তাদের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, পোশাক এবং পরিচয়পত্র নিতে পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্র হিসেবে স্থানীয় বিদ্যালয় এবং গির্জাগুলো প্রস্তুত করা হয়েছে।”
Comments