দীর্ঘ ভ্রমণ শেষে পাকিস্তানে বাংলাদেশ দল

প্রথম দফার সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি ক্রিকেটারদের জন্য।
russell domingo
ছবি: পিসিবি টুইটার

প্রথম দফার সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ ব্যবস্থা রাখেনি ক্রিকেটারদের জন্য। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে পাকিস্তানে উড়ে গেছেন মুমিনুল হকরা। আগের দিন সন্ধ্যায় ঢাকা থেকে দুই ভাগে রওয়ানা দিয়ে দোহা হয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশ দল।

আগেরবার মাত্র সাড়ে তিন ঘণ্টায় পাকিস্তান গিয়েছিলেন মাহমুদউল্লাহ-তামিম ইকবালরা। এবার দ্বিতীয় দফার সফরে নিয়মিত ফ্লাইটে সময় লেগেছে ১২ ঘণ্টারও বেশি। দীর্ঘ ভ্রমণ শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ দল পা রাখার পর দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল টুইটার পেজে লিখেছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। রাজধানীতে অতিথিদের স্বাগতম। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’

দীর্ঘ ভ্রমণের ধকলের কারণে এদিন টিম হোটেলে বিশ্রাম নেবে বাংলাদেশ। আগামীকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। পরদিনই সেখানে শুরু হবে সাদা পোশাকে দুদলের লড়াই।

১৬ বছরেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। তবে ২০০৩ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে সবশেষ টেস্টে জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। মুলতানে ইনজামাম উল হকের অতিমানবীয় ইনিংসে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল স্বাগতিকরা।

তিন দফা সফরের শেষ ধাপে আগামী এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। তখন করাচিতে একটি ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলবেন মুমিনুলরা।

টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

52m ago