প্রতিবছর পাচার হচ্ছে ২৬,৪০০ কোটি টাকা: টিআইবি
বিদেশি কর্মীদের মাধ্যমে বাংলাদেশে থেকে প্রতিবছর প্রায় ৩ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বা ২৬ হাজার ৪০০ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি হচ্ছে ১২ হাজার কোটি টাকা।
আজ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে ‘বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ওই প্রতিবেদন উপস্থাপনকালে এসব তথ্য জানানো হয়।
টিআইবির পক্ষে গবেষণা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে বৈধ কর্মী রয়েছেন ৯০ হাজার। বিদেশি কর্মীদের বার্ষিক আয়ের প্রায় তিন দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যায়। বৈধভাবে বিদেশে যায় মাত্র ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। বাকি অর্থ যায় অবৈধভাবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা।
Comments