টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরো এক পুলিশ কনস্টেবল নিহত

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় পুলিশ কনস্টেবল আরমান রায়হান (২৪) নিহত হয়েছেন। আজ সকালে কুমুদিনি কলেজ গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কনস্টেবল আরমান রায়হান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় পুলিশ কনস্টেবল আরমান রায়হান (২৪) নিহত হয়েছেন। আজ সকালে কুমুদিনি কলেজ গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান রায়হান টাঙ্গাইল সদর পুলিশ স্টেশনের কনস্টেবল। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি এলাকায়।

এনিয়ে টাঙ্গাইলে পরপর দুই দিন দুই জন কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত হলেন। মঙ্গলবার সকালে রাবনা বাইপাস এলাকায় ট্রাকচাপায় টাঙ্গাইল ট্রাফিক বিভাগের পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম (৪২) নিহত হন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে আরমান মোটর সাইকেলে করে নতুন বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় কুমুদিনি কলেজ গেইটের কাছে, সরকারি সাদাত কলেজের একটি বাস আরমানকে চাপা দেন।

দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরমানকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।  

এদিকে, গতরাতে ট্রাকের ধাক্কায় ঢাকা-টাঙ্গাইলের বাসাইলে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল লতিফ (৫৪) মারা গেছেন। তিনি লৌহজং হাই স্কুলের শিক্ষক ছিলেন।  

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আব্দুল লতিফকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago