কলকাতার সঙ্গে রেল যোগাযোগ বাড়ছে: রেলমন্ত্রী
ভারতের কলকাতার সঙ্গে চলতি মাস থেকেই রেল যোগাযোগ বাড়বে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ রাজধানীর রেলওয়ে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চার দিনের পরিবর্তে পাঁচ দিন চলবে।”
মৈত্রী এক্সপ্রেস বর্তমানে শনি, সোম, বুধ ও শুক্রবার চলাচল করে। ১১ ফেব্রুয়ারি থেকে এই সূচিতে যোগ হচ্ছে মঙ্গলবার।
এছাড়া, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস একদিনের পরিবর্তে এখন থেকে সপ্তাহে দুই দিন চলবে বলে জানান মন্ত্রী।
১৬ ফেব্রুয়ারি থেকে বন্ধন এক্সপ্রেসের সময়সূচিতে বৃহস্পতিবারের সঙ্গে যোগ হচ্ছে রোববার।
ভারতের সঙ্গে রেল যোগাযোগের বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী
Comments