রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

সড়ক দুর্ঘটনা: জানুয়ারিতে ৪৪৫ জন নিহত, আহত ৮৩৪

accident_10_10.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গত মাসে সারাদেশে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪৫ জন নিহত ও ৮৩৪ জন আহত হয়েছেন।

এরমধ্যে ৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় কমপক্ষে ১০৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন।

আজ বুধবার এক প্রতিবেদনে এসব কথা জানায় সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত মাসে দেশের সাতটি জাতীয় দৈনিক, চারটি অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সংবাদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

একই সময়ে ১১টি রেলওয়ে দুর্ঘটনায় ৯ জন নিহত এবং আটটি নৌ দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন বলে জানানো হয়।

সড়ক দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতি, অদক্ষ চালক, চালকের শারীরিক ও মানসিক অবস্থা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ ১০টি কারণ তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন।

দুর্ঘটনার হার কমিয়ে আনতে দক্ষ চালক বাড়ানো, সব মহাসড়কে রোড ডিভাইডার, চালকদের কাজের সময় নির্ধারণ ও নির্ধারিত বেতনসহ ৯টি পরামর্শ দেয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

1h ago