ইস্তাম্বুলে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৩ আহত ১৭৯

বিধ্বস্ত প্যাগাসাস এয়ারলাইনসের উড়োজাহাজটি। ছবি: রয়টার্স

তুরস্কের ইস্তাম্বুলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৯ জন।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী ফাহরেদিন কোজার বরাত দিয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্যাগাসাস এয়ারলাইনসের উড়োজাহাজটি ১৭৭ যাত্রী ও ছয় ক্রু নিয়ে গতরাতে তুরস্কের পশ্চিমে ইজমির শহর থেকে যাত্রা করে সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করছিলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

তুরস্কের পরিবহনমন্ত্রী জাহিদ তুরহান জানিয়েছেন, বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি অবতরণের সময় গতিনিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এর ফলে উড়োজাহাজটি রানওয়েতে আছড়ে পড়ে তিন খণ্ড হয়ে যায়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে মারা যান। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এঘটনার পর সেদিনের জন্য সাবিহা গোকসেন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করে দেয় টার্কিশ এয়ারলাইন্স।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago