আইয়ুব, ইস্কান্দার, খাজা নাজিমের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের দাবি
তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান, রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা, প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিনের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, আজ সকাল সোয়া ১১টার দিকে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ভাষাবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তুহিন মণ্ডল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খান, রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা, প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।”
“আমরা সেসব ডিগ্রি প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি,” যোগ করেন তিনি।
Comments