মসজিদের জন্যে রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে ৫ একর জমি বরাদ্দ
রাম মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ দিয়েছে উত্তর প্রদেশ সরকার।
বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটেছিলো আদালতের রায়ের মাধ্যমে। সেই রায়ে বলা হয়েছিলো বাবরি মসজিদের স্থানে নির্মিত হবে রাম মন্দির এবং মসজিদের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকার মসজিদ বানানোর জন্য ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে।
অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ সদস্যের ট্রাস্ট গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা আসে বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শার্মা বলেছেন, “২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন তার আলোকে ফৈজাবাদ জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি অযোধ্যার ধন্নিপুর গ্রামে, লখনৌ-গোরাখপুর হাইওয়ে থেকে ২০০ মিটার দূরে।”
২০১৮ সালে ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় অযোধ্যা।
Comments