সব কিছু বিক্রি করে দেবে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বিজেপির নাগরিকত্ব নীতি ও বাণিজ্য নীতির কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপি সব কিছু বিক্রি করে দিচ্ছে।

মমতা বলেছেন, “রাজ্যজুড়ে বিজেপি হিংসার রাজনীতি করছে। সবার উচিত নিজ নিজ ব্যবসার দিকে নজর রাখা। বিজেপি সব কিছু বিক্রি করে দিচ্ছে। দেশে পড়ে থাকবে কিছু শরণার্থী শিবির। তারা এয়ার ইন্ডিয়া, এলআইসিকে বেসরকারিকরণ করছে। রেলকেও বেসরকারিকরণের কথা ভাবছে। আমাদের টাকা এখন আর নিরাপদ থাকবে না।”

আজ কৃষ্ণনগরে আয়োজিত তৃণমূলের সভা থেকে দলনেত্রী বলেন, “বিজেপি দিল্লির নির্বাচনেও হেরে যাবে। এর আগেও একের পর এক রাজ্যে হেরেছে তারা। অবশ্য হেরে গিয়েও তাদের লজ্জা নেই।”

তিনি আরও বলেন, “গত ছয় বছর ধরে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে। অথচ তারা বাংলার জন্যে কিছুই করেনি। তারা যদি মনে করে হিংসার রাজনীতি করেই বাংলা জয় করতে পারবে তাহলে ভুল করছে। জনগণ এসব মনে রাখবে।”

বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের সমালোচনা করে তিনি বলেন, “দিল্লির শাহিনবাগে এবং আমাদের রাজ্যে নারীরাও বিক্ষোভ করছেন। অথচ একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন, ওদের ওপর গুলি চালাও।”

গণতন্ত্রে কখনোই যখন-তখন মানুষকে গুলি করে মারার কথা বলা যায় না। এই কথা বলার পরেও তিনি কীভাবে মন্ত্রিসভায় বহাল রয়েছেন— প্রশ্ন তোলেন মমতা।

Comments

The Daily Star  | English

Leather legacy fades

As the sun dipped below the horizon on Eid-ul-Azha, the narrow rural roads of Kalidasgati stirred with life. Mini-trucks and auto-vans rolled into the village, laden with the pungent, freshly flayed cowhides of the day’s ritual sacrifices.

18h ago