পন্টিং-গিলক্রিস্টদের চ্যারিটি ম্যাচের সূচি ও ভেন্যু পরিবর্তন
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী শনিবার অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে হতে যাওয়া ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’র প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় সিডনিতে টানা বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাই বাধ্য হয়েই সূচি ও ভেন্যু পরিবর্তন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী রোববার মেলবোর্নের জাংশন ওভালে হবে ম্যাচটি। বদলানো হয়েছে প্রথম ম্যাচের সংস্করণও। প্রথম ম্যাচটি টি-টোয়েন্টিতে হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে টি-টেন সংস্করণে হবে ম্যাচটি।
চ্যারিটি ম্যাচটিতে অংশ নেবেন এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটার। দুই ভাগ হয়ে খেলা একটি দলের নেতৃত্বে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অন্য দলের অধিনায়ক হিসেবে আছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। যদিও শুরুতে রিকি পন্টিং ও শেন ওয়ার্নের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন নিজেকে সরিয়ে নেওয়ায় ওই দলের নেতৃত্বভার বর্তায় গ্রিলক্রিস্টের উপর। রোববার দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে ম্যান্ডেলা ফেডারেশনে যোগ দিতে নিজের প্রত্যাহার করেন ওয়ার্ন।
পন্টিং একাদশ: রিকি পন্টিং (অধিনায়ক), ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, এলিস ভিলিয়ানি, ব্রায়ান লারা, ফিবি লিচফিল্ড, ব্র্যাড হাডিন, ব্রেট লি, ওয়াসিম আকরাম, ড্যান ক্রিশ্চিয়ান, লুক হজ।
কোচ: শচীন টেন্ডুলকার।
গিলক্রিস্ট একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট (অধিনায়ক), শেন ওয়াটসন, ব্র্যাড হজ, যুবরাজ সিং, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যান্ড্রু সাইমন্ডস, কোর্টনি ওয়ালশ, নিক রিয়ল্ট, পিটার সিডল, ফাওয়াদ আহমেদ (এখনো একজনের নাম ঘোষণা বাকি)।
কোচ: টিম পেইন।
Comments