ঢাকা-১০ ও আরও দুই আসনে উপনির্বাচন ২১ মার্চ
ঢাকা ১০ আসনসহ আরও দুই আসনে উপনির্বাচন আগামি ২১ মার্চ। নির্বাচন কমিশন ভবনে আজ এক বৈঠকের পর এসব আসনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।
অন্য দুটি আসন হচ্ছে, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪।
তিনটি আসনের মধ্যে ঢাকা-১০ এ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট নেয়া হবে। বাকি দুই আসনে ভোট হবে প্রচলিত ব্যালট বাক্স পদ্ধতিতে।
আগামি ১৯ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। বাছাই ২৩ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি।
Comments