বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না পাকিস্তান

ভারতের মাঠে বাংলাদেশ দুটি টেস্টেই হেরেছে। তবে হারের চেয়ে বড় বিষয় ছিল হারের ধরণ। মানসিকভাবে বিপর্যস্ত লেগেছে টাইগারদের। এর আগে ঘরের মাঠে তো অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে হার। তার উপর বর্তমান দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সেরা দুই খেলোয়াড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে টাইগারদের অবস্থান অনেকটাই নিচে। কিন্তু তারপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। মুমিনুল হকদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই পাকিস্তান অধিনায়ক আজহার আলির।
ছবি: বিসিবি

ভারতের মাঠে বাংলাদেশ দুটি টেস্টেই হেরেছে। তবে হারের চেয়ে বড় বিষয় ছিল হারের ধরণ। মানসিকভাবে বিপর্যস্ত লেগেছে টাইগারদের। এর আগে ঘরের মাঠে তো অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে হার। তার উপর বর্তমান দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সেরা দুই খেলোয়াড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে টাইগারদের অবস্থান অনেকটাই নিচে। কিন্তু তারপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। মুমিনুল হকদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই পাকিস্তান অধিনায়ক আজহার আলির।

প্রথম দফায় কদিন আগেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় দফায় পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে উড়ে গেছে বাংলাদেশ। ১৬ বছর পর আবার দেশটিতে টাইগাররা। যাদের বিপক্ষে খেলা ১০ টেস্টের নয়টিতেই হেরেছে বাংলাদেশ। ড্র হয়েছে একটি ম্যাচ। পরিসংখ্যানও স্পষ্টতই পাকিস্তানের পক্ষে। কিন্তু এ সব কিছুকে বড় করে দেখছেন না পাকিস্তান অধিনায়ক আজহার। টাইগাররা তাদের চমকে দিতে পারে বলেই মনে করেন তিনি।

'বাংলাদেশ খুব শক্ত প্রতিপক্ষ হতে পারে। চমকে দিতে পারে। তাদেরকে সহজভাবে নিচ্ছি না আমরা। তাদের দলে ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছে। অবশ্যই তাদের দলে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই। কিন্তু আমি যেমনটা আগেই বলেছি, স্বাগতিক হিসেবে আমরা একটু এগিয়ে থাকতে পারি, কিন্তু মাঠের বাইরে থেকে কিছু জেতা যায় না। আমাদের সেটা মাঠে করে দেখাতে হবে।' -ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন আজহার আলী।

অথচ আইসিসির নিষেধাজ্ঞায় এ ম্যাচে নেই অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অর্থাৎ তুলনামুলকভাবে দুর্বল বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান। তাও আবার ঘরের মাঠে খেলছে দলটি।

আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৫ এপ্রিল।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago