মৃতের সংখ্যা ৬৩৬, আক্রান্তের সংখ্যা ৩১ হাজার
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। চীনের সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন।
আজ শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
চীনের সরকারি হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩ জন মারা গেছেন। এরমধ্যে ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে মারা গেছেন ৬৯ জন।
এনএইচসি আজ সকালে জানিয়েছে, নতুন করে ৩ হাজার ১৪৩ জন আক্রান্ত হয়েছেন। সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে। যেখানে করোনাভাইরাসে নতুন করে ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা গত দিনের তুলনায় একজন কম।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে এ পর্যন্ত ৬১৮ জন মারা গেছেন।
Comments