তিন সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল
রেজাউর রহমানের তোপে পরে শুরুটা হলো বিভীষিকাময়। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল। রীতিমতো রান উৎসবে মাতে দলটি। সেঞ্চুরি তুলে নেন তিনজন ব্যাটসম্যান। এনামুল হক বিজয়, নুরুল হাসানের পর তরুণ মেহেদী হাসানও পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ফলে বড় সংগ্রহের পথেই আছে তারা। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে টস জিতেছিল পূর্বাঞ্চল। বেছে নেয় বোলিং। আর তার শুরুটাও ভালো করে তারা। রেজাউরের বোলিং তোপে ১৬ রানেই শেষ টপ অর্ডারের তিন উইকেট। এরপর দলীয় ৬১ রানে চতুর্থ উইকেট তুলে নেয় তারা। তখন মনে হচ্ছিল দিনটা হতে যাচ্ছিল পূর্বাঞ্চলেরই।
কিন্তু এরপর ওপেনার এনামুল বিজয়ের সঙ্গে ইনিংস মেরামতের কাজে নামেন নুরুল হাসান সোহান। গড়েন ১৯০ রানের দারুণ এক জুটি। তাতেই সব চাপ সামলে নেয় দলটি। এরপর বিজয় আউট হলে মেহেদী হাসানকে নিয়ে আরও দারুণ জুটি গড়েন সোহান। স্কোরবোর্ডে ১৭৫ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। ফলে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি।
দারুণ ব্যাট করে চলেছেন সোহান। ১৫৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ১৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১২৯ রানের ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন বিজয়। ১৫৫ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। মেহেদী অবশ্য ব্যাট করেছেন ওয়ানডে স্টাইলে। ১২১ বলে খেলেন ১১২ রানের ইনিংস। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান এ তরুণ।
পূর্বাঞ্চলের হয়ে ৭৯ রানের খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছেন রেজাউর। এছাড়া হাসান মাহমুদ ও সাকলাইন সজীবের শিকার ১টি করে।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৮৭ ওভারে ৪৪৩/৬ (নাফীস ১, বিজয় ১২৯, ফজলে ১২, শামসুর ০, আল-আমিন ১৮, সোহান ১৫৫*, মেহেদী ১১২, রেজা ৯*; হাসান ১/৭৩, রেজাউর ৩/৭৯, নোমান ০/৫৫, সাকলাইন ১/১১৯, আফিফ ০/১৪, আশরাফুল ০/৫৮, নাসির ০/৪২)।
Comments