আল-কায়েদা নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প
আরব উপদ্বীপের (একিইউএপি) আল-কায়েদা নেতা কাশিম আল-রিমিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে আল কায়েদা নেতা কাশিমকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়।
২০১৯ সালের ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলাতে মার্কিন নেভাল এয়ার স্টেশনে হামলার চালানো হয়। পরে গত ২ ফেব্রুয়ারি এ হামলার দায় স্বীকার করে আল-কায়েদা।
গত অক্টোবরে ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি ও গত মাসে ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পর আল কায়েদার শীর্ষ নেতাকে হত্যার সংবাদ দিলেন ট্রাম্প।
আরব উপদ্বীপের আল-কায়েদাকে বিশ্বব্যাপী জিহাদি নেটওয়ার্কের সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, ‘কাশিমের নেতৃত্বে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে আল-কায়েদা। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসংখ্য আক্রমণ পরিচালনা করেছে। কাশিমের মৃত্যু বিশ্বে আল-কায়েদার ক্ষমতাকে কমিয়ে ফেলবে। আমাদের জাতীয় নিরাপত্তার হুমকিও দূর হবে।”
Comments