করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ৭২২
চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৭২২ জন মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৪৬ জন।
আজ চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৬ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯৯ জন। মারা যাওয়া ৮৬ জনের মধ্যে ৮১ জন হুবেই প্রদেশের এবং বাকি পাঁচজন অন্য প্রদেশের বাসিন্দা।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে। এ কারণে বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেব অনেক দেশ চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট যোগাযোগ বন্ধ রেখেছে।
এছাড়াও, কিছু দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন।
Comments