মানসিক ভারসাম্যহীন স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

বাগেরহাটের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী এমিলি বেগমের (৫০) লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের কচুয়ায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী এমিলি বেগমের (৫০) লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে। এই দম্পতির ৩ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “শুক্রবার রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পিছন থেকে তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী এমিলি বেগম (৫০) গাবের লাঠি দিয়ে মোকসেদ মল্লিকের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী এমিলি বেগম বাড়িতেই শিকল বন্দি অবস্থায় রয়েছেন। আজ দুপুরে মোকসেদের মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী এমিলি বেগম ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। এমিলির চিকিৎসার জন্য তাঁর স্বামী অনেক চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago