করোনাভাইরাস: দেশের সব স্থলবন্দরে থার্মাল স্ক্যানার
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব স্থলবন্দরে হাতে ধরা (হ্যান্ডহেল্ড) থার্মাল স্ক্যানার ব্যবহার শুরু হয়েছে।
স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস) এর রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বুধবার দেশের ১২টি স্থলবন্দরে স্ক্যানারগুলো পাঠায় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আয়শা আক্তার।
আজ শনিবার থেকে সবগুলো বন্দর থার্মাল স্ক্যানার ব্যবহার করতে পারবে বলে জানান তিনি।
ড. আয়শা বলেন, “দেশের স্থল, নৌ এবং আকাশপথের প্রবেশমুখে বিশেষ স্ক্যানার দেয়া হয়েছে এবং এগুলো ব্যবহারও হচ্ছে”।
Comments