সেই স্কুলের নলকূপ থেকে গ্যাস ওঠা বন্ধ হয়েছে

Brahmanbaria_Gas_flows
কসবা উপজেলার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকূপ থেকে পানির সঙ্গে বালি ও গ্যাস ওঠা বন্ধ হয়েছে। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের নলকূপ থেকে পানির সঙ্গে বালি ও গ্যাস ওঠা বন্ধ হয়েছে। আজ সকালে সালদা গ্যাস ফিল্ডের প্ল্যান্ট অপারেটর রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “তিন দিন পরে গতকাল রাত ৮টার দিকে গ্যাস ওঠা বন্ধ হয়েছে।”

গত বুধবার সকাল ৮টার দিকে সালদা গ্যাস ফিল্ড থেকে দুই কিলোমিটার দূরে উপজেলায় বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। প্রায় ৫৪০ ফুট খননের পর হঠাৎ বিকট শব্দ হয়। এরপর থেকে পানির সঙ্গে গ্যাস ও বালু উঠতে থাকে। ধসে পড়ে বিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানা প্রাচীর। উপড়ে যায় দুটি ফলজ গাছ। বিদ্যালয়ের দুটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার পরে নিরাপত্তাজনিত কারণে উপজেলা প্রশাসন বিদ্যালয় বন্ধ ঘোষণা করে। স্থানীয়দের সতর্ক করতে বিদ্যালয়ের চারদিকে টানানো হয় লাল পতাকা। সরিয়ে নেওয়া হয় বিদ্যালয়ের আসবাবপত্র।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা গ্যাস ও বালুর নমুনা সংগ্রহ করে।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূঁইয়ার দাবি, এই ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। নতুন করে আর গ্যাস উঠে না এলে আগামীকাল থেকে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

Comments