শানের সেঞ্চুরি, বাবরের দ্যুতি আর বাংলাদেশের ভুলের সেশন

একজন ফিরতে পারতেন ২ রানে, আরেকজন নিশ্চিত আউট ছিলেন ৮৬ রানে। দুজনকেই জীবন দিল বাংলাদেশ। ২ রানে জীবন পাওয়া বাবর আজম ছুটছেন সেঞ্চুরির দিকে। আর লিটন দাস-রুবেল হোসেনের দৃষ্টিকটু ভুলে জীবন পাওয়া শান ফেরেন সেঞ্চুরি করেই। এই দুজনের ব্যাটে লিড নেওয়ার খুব কাছে পাকিস্তান।

একজন ফিরতে পারতেন ২ রানে, আরেকজন নিশ্চিত আউট ছিলেন ৮৬ রানে। দুজনকেই জীবন দিল বাংলাদেশ। ২ রানে জীবন পাওয়া বাবর আজম ছুটছেন সেঞ্চুরির দিকে। আর লিটন দাস-রুবেল হোসেনের দৃষ্টিকটু ভুলে জীবন পাওয়া শান ফেরেন সেঞ্চুরি করেই। এই দুজনের ব্যাটে লিড নেওয়ার খুব কাছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ   ৩ উইকেটে ২০৫ । হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের থেকে তারা পিছিয়ে আছে আর মাত্র ২৭   রানে। ১৬০ বলে ১০০ রান করে চা বিরতির খানিক আগে ফিরেছেন শান। বাবর ব্যাট করছেন  ৬৯ রানে।

লাঞ্চের পরই ফিরতে পারতেন বাবর। তাইজুল ইসলামের বলে মাত্র ২ রানে মারতে গিয়ে বল উঠিয়ে দিয়েছিলেন আকাশে। লঙ অন থেকে ছুটে হাত লাগিয়ে তা জমাতে পারেননি ইবাদত হোসেন। বোলিংয়ে বিবর্ণ ইবাদতের ফিল্ডিংয়ের এই চরম ভুলের মাশুল দিয়ে চলেছে বাংলাদেশ।

জীবন পাওয়ার পরই আলো ঝলমলে হয়ে উঠে বাবরের ব্যাট। ডানহাতি এই ব্যাটসম্যান দারুণ সব শটে ছড়াতে থাকেন দ্যুতি। শানের সঙ্গে বাড়ছিল জুটিও। দারুণ খেলতে থাকা বাঁহাতি শান সেঞ্চুরির আগেই ভুল করেছিলেন। ৪৫তম ওভারে রুবেলের বলে ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। কিন্তু তার বল যে তার ব্যাটের কানায় লেগেছে তা টেরই পাননি উইকেটকিপার লিটন দাস আর বোলার রুবেল। ৮৬ রানে জীবন পেয়ে তুলে নেন  তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

এরপরই তাইজুল ইসলামের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে থেমেছেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩

পাকিস্তান  প্রথম ইনিংস:  ৫৫ ওভারে ২০৬/৩ (শান ১০০  , আবিদ ০, আজহার ৩৪, বাবর ব্যাটিং ৬৯*, আসাদ ব্যাটিং ০* ;  ইবাদত ০/৬৫, জায়েদ ২/৩৫, রুবেল ০/৫৩, তাইজুল ১/৫০)

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

8h ago