১২ ভারতীয় জেলে ট্রলারসহ আটক
বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরায় ১২ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের সদর দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় জেলেদের আটকের কথা জানানো হয়েছে। জেলেদের ট্রলারটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গতকাল ৭ ফেব্রুয়ারি দুপুরে কোস্ট গার্ড সুন্দরবনের দক্ষিণে বাংলাদেশের জলসীমায় ভারতের একটি ট্রলারের উপস্থিতি টের পায়। ট্রলারটি জব্দ করতে অভিযান চালালে সেটি ভারতের জলসীমায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শুক্রবার গভীর রাতে ১২ জন জেলেসহ ট্রলারটি আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
আটক জেলেদের শনিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
ট্রলারে থাকা মাছ প্রকাশ্য নিলামে ৫২ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার।
Comments