করোনাভাইরাস

একদিনে ৮৯ জনসহ মৃতের সংখ্যা ৮১৩

রহস্যময় করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা এখন শুধু আর চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। চীনের মূলভূখণ্ডের বাইরে হংকং এবং ফিলিপাইনে একজন করে মারা গেছেন। চীনে মারা গেছেন এক জাপানি ও এক আমেরিকান পর্যটক। চীনের সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা ৮১৩ জন। যদিও চীনের সরকারি হিসাব নিয়ে প্রশ্ন আছে।
coronavirus
করোনাভাইরাস আক্রান্ত চীনের লণ্ঠন উৎসব উপলক্ষ্যে দেশটির ফুরেন সম্প্রদায়ের প্রবীণদের জন্যে খাবার সরবরাহ করছেন স্বেচ্ছাসেবীরা। ৮ ফেব্রুয়ারি ২০২০। ছবি: রয়টার্স

রহস্যময় করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা এখন শুধু আর চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। চীনের মূলভূখণ্ডের বাইরে হংকং এবং ফিলিপাইনে একজন করে মারা গেছেন। চীনে মারা গেছেন এক জাপানি ও এক আমেরিকান পর্যটক। চীনের সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা ৮১৩ জন। যদিও চীনের সরকারি হিসাব নিয়ে প্রশ্ন আছে।

অন্তত ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে সারা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৫২ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে আজ রবিবার বলা হয়েছে, চীনের মূলভূখণ্ডে আক্রান্ত ৩৭ হাজার ১৯৮ জন। দেশটিতে মারা গেছে ৮১১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত হংকংয়ে মোট আক্রান্ত ২৬ জন। সেখানে মারা গেছেন একজন। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ম্যাকাওয়ে আক্রান্ত হয়েছেন ১০ জন। তাইওয়ানে আক্রান্ত ১৭, এশিয়ার বিভিন্ন দেশে আক্রান্ত ২২৪, ইউরোপে আক্রান্ত ৩৪, উত্তর আমেরিকায় ১৯ অস্ট্রেলিয়া ও এর আশপাশ অঞ্চলে ১৫ এবং বাকি বিশ্বে ৯ জন আক্রান্ত হয়েছেন।

চীনে গতকাল শনিবার ৮৯ জনের মৃত্যু দেশটিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৬ জন।

Comments

The Daily Star  | English

Govt uncertain of Hasina's whereabouts: Foreign Adviser

"We inquired with Delhi and with the United Arab Emirates, no one has been able to provide official confirmation," said the adviser

37m ago