ইবাদত, রাহি, রুবেলদের ঝাঁজের পর হারিসের দাপট

আবু জায়েদ রাহি ছাড়া আগের দিন বাকি দুই পেসারই ছিলেন বিবর্ণ। এলোমেলো বল করে চাপ তৈরি করতে পারেননি পাকিস্তানিদের। তৃতীয় দিনের সকালে সেশনে যেন ভিন্ন শরীরী ভাষা নিয়ে নামল বাংলাদেশ। রাহি থাকলেন নিখুঁত, পেলেন স্যুয়িং, গতি আর বাউন্সে ঝাঁজ দেখালেন ইবাদত। তাদের সঙ্গে মিলে উইকেট পেলেন রুবেলও। কিন্তু সেই চাপ সামলে হারিস সোহেলের ব্যাটে রান বাড়াচ্ছে পাকিস্তান
Ebadat Hossain

আবু জায়েদ রাহি ছাড়া আগের দিন বাকি দুই পেসারই ছিলেন বিবর্ণ। এলোমেলো বল করে চাপ তৈরি করতে পারেননি পাকিস্তানিদের। তৃতীয় দিনের সকালে সেশনে যেন ভিন্ন শরীরী ভাষা নিয়ে নামল বাংলাদেশ। রাহি থাকলেন নিখুঁত, পেলেন স্যুয়িং,  গতি আর বাউন্সে ঝাঁজ দেখালেন ইবাদত। তাদের সঙ্গে মিলে উইকেট পেলেন রুবেলও। কিন্তু সেই চাপ সামলে হারিস সোহেলের ব্যাটে রান বাড়াচ্ছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেটে ৪২০ রান তুলে লাঞ্চে গেছে স্বাগতিকরা। হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ থেকে তারা এগিয়ে আছে ১৮৭ রানে। সকালের প্রথম দুই ঘণ্টায় ৭৮ রান দিয়ে ৪ উইকেট ফেলেছে বাংলাদেশ। যার দুটি নিয়েছেন রুবেল, দারুণ বল করা রাহি আর ইবাদত পেয়েছেন একটি করে।

দিনের একদম দ্বিতীয় বলেই উইকেট পান রাহি। ইবাদত আগের দিনের অসমাপ্ত ওভার শেষ করার বল বল হাতে পান স্যুয়িংয়ে পটু রহি। তার প্রথম বলেই সেঞ্চুরিয়ান বাবর ক্যাচ দেন স্লিপে। এরপর ইবাদত ব্যাটসম্যানদের দিতে থাকেন কঠিন সময়। একদিনে ইবাদতের গতি, আরেক দিকে রাহির স্যুয়িংয়ে জড়সড় হয়ে যায় পাকিস্তান।

এই চাপে মিলে সাফল্য। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান আসাদ শফিক হন কাবু। ইবাদতের ১৪১ কিলোমিটার গতির বলে পরাস্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। আগের দিন সাদামাটা বল করা রুবেলও এদিন আক্রমণে এসেই ফেরান মোহাম্মদ রিজওয়ানকে।

এরপর পালটা আক্রমণ শুরু করেন হারিস। এই অফস্পিনিং অলরাউন্ডার বের করতে থাকেন বাউন্ডারি, পেটান ছক্কাও। ওয়ানডে মেজাজে তুলে নেন ফিফটি। টেল এন্ডারদের নিয়ে লিড বাড়িয়ে চলেছেন তিনি। রুবেল অবশ্য পরের স্পেলে ফিরে ইয়াসির শাহকে এলবিডব্লিও করে নিয়েছেন আরেক উইকেট। তবে ৬ চার, ১ ছক্কায় ৭৫ বলে ৫৪ করে বাংলাদেশের পথে কাঁটা হারিস।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩

পাকিস্তান  প্রথম ইনিংস: ১১১ ওভারে ৪২০/৭ (আগের দিন ৩৪২/৩) (শান ১০০  , আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, আসাদ ৬৫ , হারিস ব্যাটিং ৫৪*, রিজওয়ান ১০, ইয়াসির ৫, শাহিন ব্যাটিং ৩* ;  ইবাদত ১/৯৭, জায়েদ ৩/৮৫, রুবেল ২/১০২, তাইজুল ১/১২৫, মাহমুদউল্লাহ ০/৬)

 

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

37m ago