করোনাভাইরাস: ঝুঁকিপূর্ণ ৩০ দেশের তালিকার বাইরে বাংলাদেশ, রয়েছে ভারত ও মিয়ানমার

চীনের উহান থেকে নতুন করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এক গবেষণায় বলা হয়েছে, ৩০টি দেশ এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। জার্মানির হামবল্ড বিশ্ববিদ্যালয় এবং রবার্ট কোক ইনস্টিটিউট যৌথভাবে এই গবেষণাটি করেছে।
গুয়েতেমালার বিমানবন্দরে যাত্রীদের থার্মাল স্ক্যানারে পরীক্ষা করছেন একজন ডাক্তার। ছবি: রয়টার্স

চীনের উহান থেকে নতুন করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এক গবেষণায় বলা হয়েছে, ৩০টি দেশ এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। জার্মানির হামবল্ড বিশ্ববিদ্যালয় এবং রবার্ট কোক ইনস্টিটিউট যৌথভাবে এই গবেষণাটি করেছে।

গতকাল শনিবার রবার্ট কোক ইনস্টিটিউটের ওয়েবসাইটে গবেষণার ফল প্রকাশ করা হয়।

গবেষণা বলছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন প্রথম ৩০ দেশের মধ্যে নেই বাংলাদেশ। বাংলাদেশের দুই প্রতিবেশী দেশে ভারত ও মিয়ানমারের নাম এতে উঠে এসেছে। করোনভাইরাসের ঝুঁকিতে ভারত রয়েছে ১৭তম স্থানে এবং মিয়ানমার রয়েছে ২০তম স্থানে। এছাড়া মালয়েশিয়া রয়েছে এই তালিকার ৮ম স্থানে।

ঝুঁকিতে থাকা ৩০ দেশ হলো যথাক্রমে- থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, ম্যাকাও, ফিলিপাইন, রাশিয়া, কানাডা, ভারত, জার্মানি, আরব আমিরাত, মিয়ানমার, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কাতার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, তুরস্ক, লাওস, স্পেন ও ইথিওপিয়া।

এই গবেষণায় চীনের সঙ্গে আকাশপথ ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগের বিষয়টি বিবেচনা নেওয়া হয়েছে। বিশ্বের মোট চার হাজার বিমানবন্দরের সঙ্গে চীনের সরাসরি যোগাযোগ রয়েছে। যা এই জরিপের প্রধান মাপকাঠি ছিল।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

6h ago