ঘের দখল করতে মারধর-বোমা হামলা, ১৪ আসামি গ্রেপ্তার

Jessore arrested.jpg
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, বোমা হামলা ও মাছের ঘের দখল চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দায়ের হওয়া মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে যশোর থানা পুলিশ।

আজ ভোররাতে যশোরের পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মণিহার চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদাইপুর গ্রামের গোলাম রসূল (৫৬), একই গ্রামের মোহাম্মদ তৌহিদ (৩৮), মোহাম্মদ রাব্বী (২৫), হিমো (২৪), আনারুল ইসলাম (৪৮), সিরাজুল ইসলাম (৪৯), আব্দুস সালাম (৪৫), মোস্তাকিম মোল্লা (২৪), আব্দুল করিম (৫২), মোস্তাকিম হোসেন (২৫), সাইফুল ইসলাম (৪২), সুজন (২০), নূর ইসলাম মোল্লা (৪৮) ও মোহাম্মদ নূরুজ্জামান (৪৮)।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হাসানুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, “মামলায় অভিযোগ আনা হয়েছে, গত ২৯ জানুয়ারি হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার সঙ্গীদের নিয়ে গদাইপুর গ্রামের ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের মাছের ঘের দখল করতে যান। সে সময় তারা মঞ্জুরুল ইসলাম এবং ঘের কর্মচারীদের মারধর করেন। আতঙ্ক সৃষ্টি করতে তারা বোমা বিস্ফোরণ ঘটান।”

তিনি আরও বলেন, “ওই ঘটনায় চাঁদাবাজি, বোমা হামলা ও মাছের ঘের দখলের চেষ্টার অভিযোগ এনে মঞ্জুরুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি আশাশুনি থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago