ট্রলারে গণধর্ষণের অভিযোগ, আটক ৫
ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তৈরি পোশাক কারখানার কর্মীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ও বুড়া গৌরাঙ্গ নদীতে ট্রলারের ভেতর এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন—ইউসুপ হাসান সর্দার, সোহেল রানা দিদার, ওয়াসেল আহমেদ শিকদার, মোর্শেদ হাং ও রুপন ফকির।
কোস্টগার্ড দক্ষিণ জোনের চরফ্যাশন কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, কুকুরী-মুকরি এলাকায় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় অভিযান চালায় কোস্টগার্ডের টহল দল। কোস্টগার্ড দেখে পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ট্রলারে থাকা এক তরুণী।
আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, এ ঘটনায় মামলা করেছেন ভিকটিম। প্রেপ্তারকৃতদের দুপুরে চরফ্যাশন আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, ধর্ষণের শিকার মেয়েটি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। কিছুদিন আগে চরফ্যাশনে বাড়িতে আসেন। পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।
Comments