ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭ বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র না থাকায় ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলা থেকে সাত জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ।
ঝাঁসির ঊর্ধ্বতন পুলিশ সুপার ডি প্রদীপ বলেন, “গত শুক্রবার রুটিন চেকিং এর সময় ক্যান্টনমেন্ট শহর বাবিনার (ব্রিটিশ আর্মি বেইজ ইন নর্থ এশিয়া) কাছের একটি বাসস্ট্যান্ড থেকে সাত জন বাংলাদেশিকে আটক করা হয়।”
আটককৃতরা বাসস্ট্যান্ডের কাছেই একটি হোটেলে থাকতেন বলে জানান তিনি।
“তাদের কাছে ভারতে থাকার জন্য কোনো বৈধ কাগজপত্র নেই। তারা মাছের তেল বিক্রির ব্যবসা করত। তাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো অভিযোগ নেই। তবে আইন অনুযায়ী অবৈধভাবে ভারতে থাকায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।”
আটককৃতরা হলেন, মামুন শেখ, মিলন শেখ, আসলাম শেখ, ফলন শেখ, সিজর শেখ, মুকুল শেখ এবং মনু।
গত কয়েকবছর ধরে বৈধ দলিল ছাড়া ভারত ভ্রমণের জন্য বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। গতবছর মে মাসে ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে আগ্রা থেকে ছয়জন বাংলাদেশিকে আটক করা হয়।
এর আগে লক্ষ্ণৌ আদালত ২০১৭ সালে আটক তিনজনকে ১৪ নং ধারা অনুযায়ী অবৈধভাবে ভারতে থাকার কারণে ১৯ হাজার রুপি জরিমানাসহ পাঁচ বছরের কারাদণ্ড দেন।
Comments