বিমানবন্দরের যাত্রীদের আবেগঘন মুহূর্তের সুযোগ নিতেন কাদির

প্রিয়জনের সাথে সাক্ষাতে ব্যস্ত এমন যাত্রী দেখলেই সুযোগ বুঝে তাদের হাত ব্যাগ এবং ছোট লাগেজ চুরি করতেন কাদির। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর প্রিয় মানুষের দেখা পেয়ে আবেগতাড়িত, অমনোযোগী যাত্রীরাই আবদুল কাদিরের প্রধান শিকার। প্রিয়জনের সাথে সাক্ষাতে ব্যস্ত এমন যাত্রী দেখলেই সুযোগ বুঝে তাদের হাত ব্যাগ এবং ছোট লাগেজ চুরি করতেন তিনি।

কয়েক মাস ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ চুরি করেছেন আবদুল কাদির (৪৫)। গত শুক্রবার পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।

আজ রোবববার বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল দ্য ডেইলি স্টারকে জানান, অভিযোগ পাওয়ার পর আমরা নজরদারি বাড়াই এবং তাকে আটক করি। স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ভিডিও ফুটেজে তিন জন যাত্রীর হ্যান্ডব্যাগ চুরি করতে দেখা গেছে কাদিরকে।

কাদির বিমানবন্দরের কোনও কর্মচারী নন। তবুও তিনি সবসময় ক্যানোপির কাছে দাঁড়িয়ে থাকতেন। যেন কোনো আত্মীয়কে নেওয়ার জন্য বিমানবন্দরে এসেছেন এমন ভান করতেন।

Comments