ম্যাচ শেষে ভারত-বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে কী ঘটেছিল
মিড উইকেটে ঠেলে রকিবুল হাসান ১ রান নিতেই ভোঁ দৌড়। বিশ্বকাপ জেতার আনন্দে বাংলাদেশের পুরো দল তখন ছুটে এসেছে মাঠে। প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে যুবাদের উল্লাস যেন কিছুটা মাত্রাহীন। চোখের সামনে বাংলাদেশের ক্রিকেটারদের এমন বাঁধনহারা উদযাপন নিতে পারছিলেন না বিমর্ষ ভারতীয় ক্রিকেটাররা। দুদলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি। ম্যাচ শেষে এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ম্যাচ জেতানো বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।
এমনিতে ভারত-বাংলাদেশের ক্রিকেট লড়াই মানেই যেন আলাদা উত্তেজনা। রোমাঞ্চ ছড়ানো একাধিক ম্যাচ জন্ম দিয়েছে কিছু বিতর্কেরও। যুব বিশ্বকাপেও হলো তেমন কিছু। রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
আরও পড়ুন- হঠাৎ করে আসেনি এই সাফল্য
এরপর বাংলাদেশের উদযাপনের ধরনে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হয় বাদানুবাদ। ভারতীয়দের অভিযোগ, জেতার পর তাদের ঘিরে গালিগালাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক পর্যায়ে দুদলের একাধিক ক্রিকেটার একে অন্যের দিকে তেড়েও যান।
দারুণ উত্তেজনাময় ম্যাচের পর উদযাপন করতে গিয়ে শেষে যা হয়েছে, তা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন যায় বাংলাদেশ অধিনায়কের কাছে। ফাইনালে ৪৩ রান করে ম্যাচ সেরা আকবর জবাবে বলেছেন, দুদলের মধ্যে যা হয়েছে, তা না হলেই ভালো হতো, ‘আমি বলব, যা হয়েছে, তা হওয়া কাম্য ছিল না। যদিও কী হয়েছে, পুরোটা আমি দেখিনি। তবে আপনি জানেন, ফাইনালে অনেক সময় আবেগ মাত্রা ছাড়িয়ে যায়, বাংলাদেশ-ভারত ক্রিকেটেও এখন বড় দ্বৈরথ। আমি বলব, কোনো পরিস্থিতিতেই এমন কিছু (হাতাহাতি) হওয়া উচিত নয়। প্রতিপক্ষকে আমাদের সম্মান করা উচিত, খেলাটাকেও সম্মান করা উচিত। কারণ ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমি আমার দলের হয়ে দুঃখপ্রকাশ করছি।’
Comments