‘নাগরিকত্ব পাওয়ার কথা শুনলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে’

Reddy
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। ছবি: সংগৃহীত

নাগরিকত্ব পাওয়ার কথা শুনলে বাংলাদেশের অর্ধেক মানুষ দেশ ছেড়ে ভারতে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।

গতকাল রবিবার হায়দ্রাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন রেড্ডি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।

তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কীভাবে ১৩০ কোটি ভারতীয়ের বিরুদ্ধে ছিল? ভারত তাদের (বাংলাদেশি) নাগরিকত্ব দেওয়ার কথা বললে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবেন। তাদের দায়িত্ব কে নেবে? কেসিআর নাকি রাহুল গান্ধি?”

প্রয়োজনে ভারত সরকার সিএএ পর্যালোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন রেড্ডি।

তিনি আরও বলেছেন, “পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২০১৫ সালের আগে আসা হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন। তাদের নাগরিকত্ব দিতেই সিএএ। কয়েকটি রাজনৈতিক দলের দাবি এসব দেশের মুসলিমদেরও নাগরিকত্ব দিতে হবে।”

তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের মতো অনেক দল বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় নাগরিকত্ব চায়।

ওই কেন্দ্রীয় মন্ত্রীর মতে, কিছু শরণার্থী গত ৪০ বছর ধরে ভারতে কোনও সুযোগ-সুবিধা এবং ভোটার আইডি, আধার বা রেশন কার্ড ছাড়াই বাস করছেন। তাদের কথা ভেবেই মানবিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রের মোদি সরকার, বলে মন্তব্য করেন জি কিষান রেড্ডি।

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago