২০২১ সালের কলকাতা বইমেলা উদ্বোধন করবেন শেখ হাসিনা
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী বছরের কলকাতা বইমেলা তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বইমেলা উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের কলকাতা বইমেলার সমাপনী দিনে গতকাল রবিবার বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন করবেন।
ওয়েস্টবেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, “ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে জোরদার করার পাশাপাশি আমরা বাংলাদেশের জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন করতে চাই। সেই লক্ষ্যে ২০২১ সালের কলকাতা বইমেলায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে।”
Comments