আইনজীবী হত্যায় ৫ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল
ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
আজ বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— খুলনার মুরাদ হোসেন, বরগুনার তানভীর হাসান ওরফে মেহেদী হাসান ও বেলাল হোসেন, ঢাকার আমির হোসেন ও সাগির হোসেন। এদের মধ্যে বেলাল হোসেন পলাতক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, “পাঁচ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন। দণ্ডপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।”
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হালিম পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্ট বিভাগে আপিল করেন।
Comments