কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি জহিরুল ইসলাম (৫৭) মারা গেছেন। আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি জহিরুল ইসলাম (৫৭) মারা গেছেন। আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “গতকাল রাতে জহিরুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “জহিরুল ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। হত্যা মামলায় তিনি ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে কারাগারে বন্দি ছিলেন।”

Comments