শীর্ষ খবর

ধামরাইয়ে বাসচাপায় নিহত ১, আহত ৫

সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় জহুরা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় জহুরা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

আজ বেলা ১১টার দিকে সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জহুরা ও তার পরিবারের সদস্যরা। তারা ধামরাইয়ের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে মহিষাসী বাজার এলাকায় পৌঁছলে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে জহুরাসহ ছয় জন আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহুরার পরিবারের চার সদস্যসহ আহত পাঁচ জন বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইদ বলেন, “এ ঘটনায় ওই বাস ও এর চালক কাইয়ুম মিয়াকে (৩৩) আটক করা হয়েছে। তিনি উপজেলার কালামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।”

Comments

The Daily Star  | English

EC asks home ministry to transfer OCs

The Election Commission has asked the home ministry to transfer all officers-in-charge discharging duties at their respective police stations for over six months

1h ago