স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টায় ৪ তরুণ জেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করায় চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
arrest_3_2_1.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করায় চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই চারজন হলেন, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের জুয়েল মিয়া (১৯), শামীম মিয়া (২৩), ফয়সাল মিয়া (২২) ও আবুল হোসেন (২১)।

আজ সোমবার দুপুরে ওই চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল রোববার সকালে উপজেলার ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণের চেষ্টা করে ওই চার যুবক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রোববার রাতেই মেয়েটির মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি সাজেদুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত জুয়েল প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এর আগে একাধিকবার তাকে অপহরণের হুমকিও দিয়েছিল জুয়েল। সবশেষ রবিবার জুয়েল তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago