রিচার্ডস থেকে রোডস, বাংলাদেশের প্রশংসায় বিশ্ব তারকারা

রোমাঞ্চকর ফাইনালে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ দল ভাসছে প্রশংসায়। স্যার ভিভ রিচার্ডস থেকে জন্টি রোডস, কিংবদন্তি সাবেক ক্রিকেটাররা আকবর আলির দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট।

আরও পড়ুন- ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি: আকবর

রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের যুবারা। বিশ্ব আসরে প্রথমবারের মতো সবচেয়ে উঁচুতে ওড়ে বাংলাদেশের পতাকা।

বাংলাদেশের যুবাদের বিশ্বজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান তার রিচার্ডস তার স্বীকৃত টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আশা করছি, গোটা দুনিয়ার জন্যই এই জয় হবে প্রেরণা। আমি মনে করি, অনেক বড় বড় সাফল্যের এটা কেবলই শুরু। একইসঙ্গে ভারতকে বলতে চাই, পুরো টুর্নামেন্টে তোমরাও ছিলে দারুণ। মাথা উঁচুতে রাখ।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকার রোডস বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ক্রিকেটের জন্যই এটা দারুণ খবর, ‘দুর্দান্ত জয় বাংলাদেশ। তাদের জন্য এই বিশ্বকাপ জয় দারুণ ব্যাপার, ক্রিকেটের জন্যও দারুণ ব্যাপার।’

রোডসের টুইটের পর এক ভারতীয় ভক্ত মন্তব্যে লিখেন, ‘খেলার পরে তাদের যে ব্যবহার, এটাও কি দুর্দান্ত?’ জবাবে সাবেক প্রোটিয়া তারকা বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়ে লেখেন, ‘এটাও তাদের জন্য একটা অভিজ্ঞতা। বিষয়টা কীভাবে দেখছেন, এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। আমার মনে হয় না তারা এমনটা আর করবে।’

আরও পড়ুন- ভারতীয় যুবাদের আচরণের কঠোর শাস্তি চান কপিল, আজহার

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংও অভিনন্দন মিছিলে হয়েছেন সামিল। বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজ দেশের ক্রিকেটারদেরও তিনি দিয়েছেন বাহবা, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অসাধারণ এক ফাইনাল দেখা গেল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতীয় দলকে বলব, ভীত হওয়ার কিছু নেই, তোমরাও চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’

ফাইনাল ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। পরে টুইটারেও দুই দলকে তিনি জানিয়েছেন অভিবাদন, ‘বাঁধিয়ে রাখার মতো ফাইনাল। দারুণ খেলা উপহার দেওয়ায় দুই দলকেই সাধুবাদ। কিছু বোলিং পারফরম্যান্স ছিল আজ ভীষণ ঝাঁজালো আর পরিণত। বাংলাদেশকে অভিনন্দন প্রথম বিশ্বকাপ জেতার জন্য। তারা এটা ডিজার্ভ করে।’

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের জেতাকে করেছেন মহিমান্বিত, ‘৫ উইকেটে ৮৫ রান থেকে জয়। চোট নিয়ে খেলা ইমন আর মাথা ঠাণ্ডা করে চাপ সামলানো আকবরের কারণে জিতেছে বাংলাদেশ। ভারতকে বলব, মন খারাপ না করতে। যশস্বীর (জয়সওয়াল) টেম্পারমেন্ট আর রবির (বিষ্ণোই) গুগলি বড় অর্জন। প্রথম বিশ্বকাপ জেতায় বাংলাদেশকে অভিনন্দন।’



আরও পড়ুন- ম্যাচ শেষে ভারত-বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে কী ঘটেছিল

Comments