লাউডস্পিকার ব্যবহারে সিএমপির নিষেধাজ্ঞা

চট্টগ্রাম শহরে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি অধ্যাদেশ ১৯৭৮ এর ৩৩ ধারা অনুযায়ী উচ্চমাত্রার শব্দের মতো জনদুর্ভোগ থেকে নগরবাসীকে রক্ষা করতে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান আজ বিজ্ঞপ্তি দিয়ে এ আদেশ জারি করেন।

তবে, ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সাইরেন নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মহানগরীর যে কোনো স্থানে এবং যানবাহনে উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্রে ব্যবহার, গান-বাজনায় লাউডস্পিকারের ব্যবহার, নির্মাণকাজের সময় বিকট শব্দ, যানবাহনে নিউমেটিক হর্ন ব্যবহার, বিনা কারণে হর্ন বাজানো, কার ও মোটরসাইকেল রেসিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump to decide on US action in Israel-Iran conflict within 2 weeks

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago