শীর্ষ খবর

মুজিব বর্ষে সুবিধাবঞ্চিত বন্দীদের জন্য আইনি সহায়তা

মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে কারাগারে থাকা সুবিধাবঞ্চিত বন্দীদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি (এসসিএলএসি)।
high court
স্টার ফাইল ফটো

মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে কারাগারে থাকা সুবিধাবঞ্চিত বন্দীদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি (এসসিএলএসি)।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং মামলা চলমান, এমন বন্দীদের মধ্যে সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা দেবে লিগ্যাল এইড কমিটি।

এই ধরনের আইনি সহায়তা পাওয়ার যোগ্য বন্দীদের তালিকা করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কারা মহাপরিদর্শককে আজ সোমবার একটি চিঠি দেয় এসসিএলএসি।

তবে, প্রতিবেদন দাখিলের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন লিগ্যাল এইড কমিটির কর্মকর্তা রিপন পৌল স্কু।

তিনি বলেন, “এর আগেও দেশের বিভিন্ন কারাগারে ৫, ৭ ও ১০ বছরেরও বেশি সময় ধরে থাকা বিচারের আওতাধীন বন্দীদের তালিকা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। পরে, কমিটিকে ৪৬০ জন বন্দীর একটি তালিকা দেয় কারাগার মহাপরিদর্শক। এদের মধ্যে ২১৬ জন বন্দীকে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড কমিটি।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী পালন করা হবে ‘মুজিব বর্ষ’।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago