বঙ্গোপসাগরে মালয়শিয়াগামী ট্রলারডুবিতে নিহত ১৫

map of st martin
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে মালয়শিয়াগামী একটি ট্রলার ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড

১২০ জন যাত্রী নিয়ে অবৈধভাবে ট্রলারটি মালয়শিয়া যাচ্ছিল বলে জানা গেছে। ট্রলারটি বঙ্গোপসাগরের  সেন্টমার্টিন-ছেড়াদ্বীপের কাছাকাছি স্থানে ডুবেছে।

এ ঘটনায় জীবিত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান চলছে, ঘটনাস্থলে রয়েছে কোস্টগার্ড ও বিজিবি।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago