আইসিসির সেরা একাদশে আকবর অধিনায়ক, বাংলাদেশের তিনজন

akbar-joy-dipu
ছবি: আইসিসি

যুব বিশ্বকাপ শেষ। রোমাঞ্চকর ফাইনালে জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরছে বাংলাদেশ দল। বরাবরের মতো টুর্নামেন্ট শেষে ব্যাটে-বলে ঝলক দেখানো তারকাদের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। তাতে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশের তিনজন। বাংলাদেশের ঠাণ্ডা মাথার অধিনায়ক আকবরকে করা হয়েছে আইসিসি এই সেরা একাদশের অধিনায়ক।

সেরা একাদশে সর্বোচ্চ তিনজন করে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ ভারতের। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের আছেন দুজন, শ্রীলঙ্কার একজন ও দ্বাদশ খেলোয়াড় হিসেবে কানাডার একজন ক্রিকেটারের ঠাঁই হয়েছে এই একাদশে।

পড়ুন আকবর আলির সাক্ষাতকার-  ধোনির সঙ্গে তুলনা বাড়াবাড়ি: আকবর

পুরো টুর্নামেন্টে খুব একটা ব্যাট করার সুযোগ হয়নি আকবরের। কিন্তু ফাইনালের অবিস্মরণীয় ৭৭ বলে ৪৩ রানের ইনিংস দিয়ে ছাপিয়ে গেছেন সবকিছু। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, উইকেটের পেছনে সাবলীল আর বিপর্যয়ে কাণ্ডারির ভূমিকা নেওয়ার সামর্থ্যে অধিনায়ক করা হয়েছে তাকে।

আকবর ছাড়া একাদশে থাকা বাংলাদেশের বাকি-দুজন হলেন টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন জয়। টুর্নামেন্টে ৪৬ গড়ে তার রান ১৮৪। সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালে দলের জয়ে ভূমিকা ছিল শাহাদাতের।

ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান কোয়ার্টার ফাইনালে খেলেন ৭৬ বলে ৭৪ রানের ইনিংস। পুরো আসরে রান করেছেন ১৩১। তিন ম্যাচে অপরাজিত থাকায় তার গড় ১৩১!

এবারের যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি রান এসেছে ভারতের ওপেনার যশস্বী জওসওয়ালের ব্যাট থেকে। ৬ ম্যাচে ৪০০ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান অনুমিতভাবেই আছেন দলে।

জায়গা পাওয়া ভারতের বাকি দুজন তাদের বোলার। ১১ উইকেট নিয়ে আছেন পেসার কার্তিক তেয়াগি।  আর ফাইনালে ৪ উইকেটসহ ৬ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে জায়গা হয়েছে লেগ স্পিনার রবি বিষ্ণোইর। 

আইসিসি সেরা যুব একাদশ: যশস্বী জওসয়াল(ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রবিন্দু রাসান্থা (শ্রীলংকা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী (বাংলাদেশ, উইকেটরক্ষক, অধিনায়ক), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণয় (ভারত), কার্তিক তাগি (ভারত), জেডেন সেলস (ওয়েস্ট ইন্ডিজ), আকিল কুমার (কানাডা, দ্বাদশ খেলোয়াড়)।

 

Comments

The Daily Star  | English

Iran's underground Natanz site hit during Israel strikes: UN nuclear watchdog

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

10h ago