ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা, সরঞ্জাম জব্দ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভেজাল গুড় তৈরির অভিযোগে তিনটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার সারপুকুর গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মনসুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মাসুদ রানা নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি পালিয়ে যান। তাদের বাড়ি সারপুকুর গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “নূর মোহাম্মদকে আসামি করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে আটা, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল।”
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “মাসুদ রানাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক নূর মোহাম্মদকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।”
Comments